রংপুর: রংপুর বিভাগে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ১৩ জনের ডিলারশিপ বাতিল করেছে খাদ্য বিভাগ।
এ সময় অবৈধ ৬০ হাজার ৬শ’ ৩৫ জনের কার্ড বাতিল করা হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) চাল বিতরণ অনিয়মের অভিযোগে এসব জরিমানা ও কার্ড বাতিল করা হয়।
রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, গত কয়েক দিনে বিভাগের আট জেলায় ১০ টাকা কেজিতে চাল দেওয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৩ জনের ডিলারশিপ বাতিল ও বিভিন্ন অনিয়মে ৬০ হাজার ৬৩৫ জনের কার্ড বাতিল করা হয়েছে।
এ সময় ছয় ডিলারের বিরুদ্ধে মামলা ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভাগীয় খাদ্য কর্মকর্তা আরও বলেন, রংপুর বিভাগে প্রতিটি জেলায় এসব ডিলারের প্রতি নজর রাখতে বলা হয়েছে। যাতে করে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে। এ জন্য প্রতিটি জেলার কর্মকর্তাদের তদন্ত করার জন্য বলা হয়েছে।
রংপুর বিভাগের জেলাগুলো হলো- রংপুর জেলায় ৭ হাজার ৭শ’ ৯৮টি, কুড়িগ্রাম জেলায় ৫ হাজার ৬শ’ ৪৩টি, গাইবান্ধায় ১৫ হাজার ২শ’ ৮২টি, লালমনিরহাটে ২ হাজার ৪শত ৯৪টি, দিনাজপুরে ৬ হাজার ৬শত ৮৩টি, নীলফামারীতে ৭ হাজার ২শত ৩৩টি, ঠাকুরগাঁয়ে ১০ হাজার ৬শত ১৫টি এবং পঞ্চগড়ে ৪ হাজার ৮৮৭টি।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরআইএস/এমজেএফ