বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দরে এক ব্যক্তিকে ছিনতাইকারী চক্রের হাত থেকে রক্ষা করতে গিয়ে আলিমুর রহমান (৩০) নামে এক ইজিবাইক চালক ছুরিকাঘাতে জখম হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে বেনাপোল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত ইজিবাইক চালক আলিমুর বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামের মহসিন গাজীর ছেলে।
তিনি জানান, বিকেলে ভারতে যাওয়ার উদ্দেশে কয়েকজন যাত্রী বেনাপোল বাসস্ট্যান্ডে নেমে তার ইজিবাইকে ওঠেন। এ সময় ছিনতাইকারী চক্র ওই যাত্রীদের ইজিবাইক থেকে নামিয়ে রাস্তার ধারে একটি গলিতে নেওয়ার চেষ্টা করে।
এ সময় আলিমুর ছিনতাইকারীদের বাধা দিলে ধারালো কাচ ও ছুরি দিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার হাতে ১৪টি সেলাই দেওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় তিনজনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। আসামিরা হলেন, বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের ওয়াব আলীর ছেলে এলাকার চিহ্নিত ছিনতাইকারী তৌহিদ, মুনছুর আলীর ছেলে রাশেদ ও মতিয়ারের ছেলে পিংকি।
বেনাপোল পোর্টর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসআর