ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ওষুধ কারখানায় আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ধামরাইয়ে ওষুধ কারখানায় আগুন

ঢাকা জেলার ধামরাই থানার ধুলিভিটা এলাকায় ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা: ঢাকা জেলার ধামরাই থানার ধুলিভিটা এলাকায় ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে কারখানার ভেতরে একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধামরাই স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কিছুই জানাতে পারেননি এই ফায়ারকর্মী।  
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।