বরগুনা: বঙ্গোপসাগরে পাথরঘাটা অংশে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৩০০ কেজি (সাড়ে ৭ মণ) ওজনের একটি মৃত হাঙর।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে হাঙরটি পাথরঘাটা নতুন বাজার খালে ডকইয়ার্ড এলাকায় আনা হয়।
জানা যায়, পিরোজপুরের নির্মল ওরফে পকেট নির্মলের এফবি মা জননী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন একদল জেলে। মঙ্গলবার দুপুরে তাদের জালে মৃত হাঙরটি আটকা পড়ে। বিশাল হাঙরটি ট্রলারের সঙ্গে বেঁধে ভাসিয়ে পাথরঘাটা নিয়ে আসেন জেলেরা। এসময় উৎসুক মানুষজন হাঙরটিকে দেখতে ভিড় করে।
ট্রলারের মাঝি নজরুল ইসলাম জানান, এ মাছটিকে তারা পাইন্যা বা বাঘা হাঙর বলেন।
হাঙরটির ওজন কমপক্ষে ৩০০ কেজি হবে বলেও জানান মাঝি নজরুল।
ট্রলারের মালিক নির্মল বাংলানিউজকে বলেন, মাহাবুব নামে এক শুঁটকি ব্যবসায়ী ছয় হাজার টাকায় হাঙরটি কিনে নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এসআই