ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে ভ্রামমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমান এ আদেশ দেন।

দণ্ডাপ্রাপ্তরা হলেন- বলাইখা এলাকার মৃত লাল মিয়ার ছেলে সুমন মিয়া ও নরসিংদী জেলার বুনাইদ এলাকার ইমন আলীর ছেলে রফিকুল ইসলাম।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, তারা দু’জন বলাইখা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে গাজাঁসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ বলাইখা এলাকায় অভিযান চালায়। এ সময় ১১ পুরিয়া গাঁজাসহ সুমন ও রফিকুলকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো‍ হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এজি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।