বগুড়া: অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে বগুড়ায় সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাব প্রাঙ্গণে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করা হয়।
বিইউজের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেএম রউফের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, যুগ্ম মহাসচিব জি এম সজল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, চাঁদনী বাজার পত্রিকার ডেপুটি ইউনিট চিফ তানসেন আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অন্যান্য সব পেশায় বেতন কাঠামো নতুন করে ঘোষণা করা হলেও গণমাধ্যমকর্মীদের জন্য তা করা হয়নি। এ কারণে বেতন বৈষম্যের শিকার হয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই বেতনের ভারসাম্য রক্ষা করতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নবম বেতন বোর্ড অবিলম্বে ঘোষণা করতে হবে।
সমাবেশ থেকে রাষ্ট্রপতির আহ্বান ও প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করায় বক্তারা তথ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন।
সমাবেশ থেকে দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হলে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
সমাবেশে উপস্থিতি ছিলেন- বিএফইউজের নির্বাহী সদস্য ঠাণ্ডা আজাদ, আরিফ রেহমান, সাবেক যুগ্ম মহাসচিব লিমন বাসার, বিইউজের কোষাধ্যক্ষ সবুর আল মামুন, নির্বাহী সদস্য চপল সাহা, জিয়া শাহীন, আব্দুর রহমান টুলু, সাজেদুর রহমান সিজু, দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু, বিইউজের সদস্য সমুদ্র হক, কমলেশ মোহন্ত সানু, মোহন আখন্দ, আসাফ উদ দৌলা ডিউক, সৈয়দ মোমিন জিলু, এম সারওয়ার খান, সোহেল রানা, সাজ্জাদ হোসেন পল্লব, সঙ্গীত রায় বাপ্পী, মামুনুর রশিদ, সাংবাদিক ইলিয়াস হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/জিপি/জেডএস