ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামে ঘর বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
তালায় শহীদ মুক্তিযোদ্ধাদের নামে ঘর বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরার তালা উপজেলায় অসহায় ও দরিদ্র ৩৪টি পরিবারের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে ঘর বিতরণ করেছে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’।

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় অসহায় ও দরিদ্র ৩৪টি পরিবারের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে ঘর বিতরণ করেছে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’।

বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের কপোতাক্ষ নদের তীরে শহীদ মুক্তিযোদ্ধা আজিজ ও সুশীল পল্লীর উদ্বোধন করেন-সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-বেসরকারি সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম।

এসময় মুক্তিযোদ্ধা আজিজ ও সুশীল পল্লীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবির হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মহিবুল্লা মোড়ল ও খেশরা ইউপির চেয়ারম্যান রাজিব হোসেন রাজু প্রমুখ।

এছাড়া বিতরণ অনুষ্ঠানে আরো ৫৫টি পরিবারের মধ্যে ২০/২২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।