মারাকাস, মরক্কো থেকে: মরক্কোর মারাকাসের বাব ইগলিতে অনুষ্ঠিত ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০২০ ভিভিআইপি ফ্লাইটে মারাকাসের মিনারা বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির সংস্কৃতি মন্ত্রী মোহামেদ আমনি সাবি, মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনসহ মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।
সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নেন।
সেখানে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত মারাত্মক হুমকি মোকাবেলায় বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধানমন্ত্রী গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পানি খাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একটি বৈশ্বিক ফান্ড গঠন এবং জলবায়ু উদ্বাস্তুদের চ্যালেঞ্জ যথাযথভাবে চিহ্নিত করার প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী আলোচনা সভার উদ্বোধনী অধিবেশনেও অংশ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২২ সম্মেলন স্থল মারাকাসের বাব ইগলিতে পৌঁছালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদ, কপ-২২ এর প্রেসিডেন্ট সালাডিন মেজুর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রূপরেখা সনদের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব পেট্রিসিয়া এপিনোসাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যৌথ আলোকচিত্র ধারণ করেন।
এরপর দুপুরে মারাকাসের রয়্যাল প্যালেসে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মরক্কোর রাজা ৬ষ্ঠ মোহাম্মদ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বক্তব্য রাখেন।
সোমবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সোয়া দশটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে মরক্কোর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৪ নভেম্বর) মরক্কো সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে মারাকাস মেনারা বিমানবন্দরে অবতরণ করেন।
জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমইউএম/জেডএস