ঢাকা: রাজধানীর মিরপুরে দগ্ধ গৃহবধূ হামিদা আক্তার নাসরিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, হামিদা ৮০ শতাংশ বার্ন নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহাবুব হাসান জানান, মৃত হামিদা তার স্বামী জসিম উদ্দিনের সঙ্গে মিরপুর-২, বাড়ি নং ৬/৬ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।
ওসি জানান, বুধবার বেলা ১২টার দিকে স্বামী-স্ত্রীর কলহের জের ধরে হামিদা নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। পরিবার অভিযোগ দিলেই মামলা হবে বলেও জানান তিনি।
জামালপুর জেলার ইসলাসপুর উপজেলা থেকে মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন মৃত হামিদার বাবা জজ মিয়া।
তিনি বলেন, ১১ বছর সংসার করার পর মেয়ের সন্তান না হওয়ায় আগের স্বামী হামিদাকে তালাক দেয়। পরে আমরা জানতে পারি, জসিম উদ্দিন নামে এক ছেলেকে সে বিয়ে করে মিরপুর এলাকায় থাকে। স্বামী আগুন দিয়েছে নাকি হামিদা আত্মহত্যা করেছে বিষয়টি অস্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেডএস