ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির রাস্তার মোড় থেকে অপহৃত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ইকবাল মাহমুদকে উদ্ধারের দাবি জানিয়েছে তার পরিবার।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চিকিৎসক ইকবাল মাহমুদের বাবা মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলম।
তিনি বলেন, গত ১৪ অক্টোবর (শুক্রবার) রাতে আমার ছেলে ডা. মো. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুরের বাসা থেকে রাত ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়। বাস থেকে নামার পর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সাদা পোশাকধারী কিছু মানুষ একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়।
এ কে এম নুরুল আলম আরও বলেন, ঘটনার পর খবর পেয়ে ধানমন্ডি থানায় মামলা (মামলা নম্বর ০৯/১২৪) করার হয়। পুলিশের সাহায্যে ওই মোড়ে অবস্থিত আড়ং সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করলে, যেখানে স্পষ্টভাবে দেখা যায় তাকে অপহরণ করে মাইক্রোবাসে ওঠানো হচ্ছে। সেখানে একটি মোটর সাইকেলে দু’জন আরোহী এবং একটি পুলিশের গাড়ি ছিলো।
আজ (বৃহস্পতিবার) ৩৩ দিন পরেও পুলিশ আমার সন্তানের কোনও খোঁজ দিতে পারেনি। আমি তাকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইকবাল মাহমুদের চাচা মো. নুরুন্নবী ও পরিবারের অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসটি/জিপি/এমজেএফ