ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুদকের মামলায় কারাগারে সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
দুদকের মামলায় কারাগারে সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

দুদকের মামলায় গ্রেফতার হওয়া সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়।

সিলেট: দুদকের মামলায় গ্রেফতার হওয়া সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়।

আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (১৭ নভেম্বর) রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে গ্রেফতার হন সুব্রত চক্রবর্তী জুয়েল। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের ৩ কোটি ২৮ লাখ টাকা আত্মসাত ও ভুয়া মুক্তিযোদ্ধা সাজার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-১, তারিখ ১/৯/২০১৬) রয়েছে। তিনি দুদককে অসহযোগিতা করার জন্য দুদক আইনের ২০০৪-এর ১৯ (০৩) ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এনইউ/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।