ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যাকারীদের শাস্তির  দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যাকারীদের শাস্তির  দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী জহিরুল হক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী জহিরুল হক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাজারের সব ব্যবসায়ী হাতে হাত ধরে  মানববন্ধনে অংশ নেয়।  

জগত বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহত জহিরুলের ছোট ভাই কবির হোসেন, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, যুবলীগ নেতা আলী আজম।

মানববন্ধনে বক্তারা জহিরুল হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  

গত ১৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দোকান থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে শহরের দাড়িয়াপুর রেলগেট এলাকায় আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।