ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় মৎস্যজীবীদের মানববন্ধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
পাথরঘাটায় মৎস্যজীবীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গোপসাগর, বিষখালী, বলেশ্বর নদসহ ছোট ছোট খালে বাঁধা, খুটা,নেট, গড়া, কারেন্ট, জিরো সুতা, টোন, চাবলী, চরগড়া, বেহুন্দি, টং জাল দিয়ে জাটকাসহ ছোট ছোট মাছ শিকার বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগর, বিষখালী, বলেশ্বর নদসহ ছোট ছোট খালে বাঁধা, খুটা,নেট, গড়া, কারেন্ট, জিরো সুতা, টোন, চাবলী, চরগড়া, বেহুন্দি, টং জাল দিয়ে জাটকাসহ ছোট ছোট মাছ শিকার বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে এ মানববন্ধন করেন স্থানীয় মৎস্যজীবীরা।

 

এর আগে বরগুনা জেলা প্রশাসকের বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মৎস্যজীবীদের পক্ষে স্মারকলিপি দেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সহসভাপতি আলম মোল্লা, ট্রলার মালিক ফয়েজ আহম্মেদ খোকন প্রমুখ।  

বক্তারা বলেন, ইলিশ প্রজনন মৌসুম শেষে পোনা খাবারের সন্ধানে উপকূলে বিচরণ করে, আবার বড় হয়ে গভীর সমুদ্রে ফিরে যায়। এ সুযোগে এসব ছোট ফাঁসের জাল দিয়ে শুধু জাটকাই মারা হচ্ছে না, এ দিয়ে ছোট ছোট মাছ ধ্বংস করা হচেছ। এ জাল দ্রুত বন্ধ করা না হলে ভবিষ্যতের মাছের কোনো চিহ্ন থাকবে না।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।