ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালতলীতে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমামের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
তালতলীতে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমামের কারাদণ্ড

বরগুনার তালতলী উপজেলায় বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমাম মো. সাইফুল্লাহকে (৩০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমাম মো. সাইফুল্লাহকে (৩০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌসিফ আহম্মেদ এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাইফুল্লাহ কচুপাত্র আফতাব উদ্দিন কমপ্লেক্সের ইমাম।

পুলিশ জানান, বুধবার রাতে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের মানিক চৌকিদারের ছেলে জসিম উদ্দিনের (১৯) সঙ্গে পূর্বকচুপাত্র ছালেহিয়া দাখিলী মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী তালতলীর উত্তর কচুপাত্রা গ্রামের আব্দুল ছোবহান হাওলাদারের মেয়ে তানিয়ার (১৫) বিয়ে দেন ইমাম সাইফুল্লাহ।
 
খবর পেয়ে পুলিশ রাতেই ইমাম সাইফুল্লাহকে আটক করে। পরে সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।