ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে ফাইয়াদ হাসান ফুয়াদ (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে খিলগাঁওয়ের মেরাদিয়ার কাজী বাড়ি এলাকার একটি পুকুরে তার মৃত্যু হয়।
ফুয়াদ ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি গ্রামের মৃত গোলাম ফারুকের ছেলে। সে থাকতো সবুজবাগের মধ্য বাসাবোর ২৭ নম্বর বাড়িতে। ফুয়াদ মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার চাচা হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, ফুয়াদ বেলা ১১টার সময় বাসা থেকে বেরিয়ে যায়। দুপুরের পর বন্ধুদের সঙ্গে কাজী বাড়ি এলাকার ওই পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়।
পরে বন্ধু-বান্ধবের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বজনরা। তখন তাকে উদ্ধার করে নিকটস্থ ফরায়েজী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফুয়াদকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এজেডএস/এইচএ/