ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ১১ মাকদসেবীর জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
কেরানীগঞ্জে ১১ মাকদসেবীর জেল-জরিমানা

কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ১১ যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, শহিদুল ইসলাম (২৫), শুভ (২১), আলামিন শুভ (২৫), মো. শাকিল (২২), মো. নাজিম (২০), মো. বাবু (২৫), শাহাবুদ্দিন (৪৫), মাইন উদ্দিন (২০), আলী হোসেন (২২) ও শাহিনকে (২০) এক হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফয়জুল হক (২৭) নামে এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

অঞ্জন কুমার সরকার বাংলানিউজকে জানান, বিকেলে ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই ১১ মাদকসেবীকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় ১০ জনকে এক হাজার টাকা করে জরিমানা ও একজনকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।