বরগুনা: বরগুনার বামনা উপজেলার কালাইয়া এলাকায় বাসের চাপায় আল আমিন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হন মোটরসাইকেলের আরো দুই আরোহী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চালিতাবুনীয়া-ডৌয়াতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন বরগুনা সদর উপজেলার বদরখালী গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।
আহতরা হলেন- বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রামের চিত্ত রঞ্জন হালদারের ছেলে চিন্ময় হালদার (৩২) এবং বরগুনার বাওয়ালকর গ্রামের মো. পনু গোলদারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০)।
গুরুতর অবস্থায় তাদের প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চিন্ময় ও জাহাঙ্গীর ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বরগুনা থেকে মঠবাড়ীয়া যাচ্ছিলেন। পথে কালাইয়া এলাকায় এলে রাফিন শাফিন নামে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। এসময় আহত হন ওই দু’জন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসআই