ফেনী: ফেনীর রামপুর এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনীর রামপুর লাতু মিয়ার ব্রীজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
এদিকে র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, রামপুর লাতু মিয়ার ব্রীজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় উপস্থিতি টের পেয়ে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় ডাকাত দলের ওই দুই সদস্য। তাদের মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ সময় তাদের ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসজেএ/আরএইচএস