চাঁদপুর: চাঁদপুর শহরের গুনরাজদীতে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকায় পল্লী বিদ্যুতের নতুন উপ-কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ওই উপকেন্দ্র হতে ১.৪ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড কেবল লাইন ও ১৬ কিলোমিটার ওভারহেড লাইন আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈনুদ্দিন।
এ লাইন উদ্বোধন হওয়ার ফলে পল্লী বিদ্যুৎ সমিতির চাঁদপুর হাজীগঞ্জ-২ এরিয়ায় ৩৩ কেবি বিদ্যুৎ সরবরাহে নতুন মাত্রাযোগ হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন খান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, পল্লী বিদ্যুৎ চাঁদপুর-১ এর জেনারেল ম্যানেজার আবু ইউসুফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আরএ