ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন (৫০ হাজার শলাকা) বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।
শুক্রবার (১৮ নভেম্বর) ভোর ৩টা ৫০ মিনিটে দুবাই ফেরত যাত্রী মোহাম্মদ শুয়াইব উদ্দিনের কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান দুপুরে বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে রেখে এবং বেল্ট নং ৪ থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর ওই যাত্রীকে কাস্টমস হলে নিয়ে আসা হয়। এ সময় তার দুটি ব্যাগেজে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৫০,০০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো U.S.A এর 303, SUPER SLIMS ব্র্যান্ডের। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ২২ লাখ টাকা।
তিনি আরও জানান, সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা ছিল না। উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মঈনুল খান।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসজেএ/ওএইচ/এমজেএফ