ঢাকা: জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সারাদেশের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস বিরোধী সমাবেশের মাধ্যমে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে গত ১২ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
ভিডিও কনফারেন্সের সঙ্গে সময় রাজশাহী বিভাগের জেলাগুলোর অন্তত ২ হাজার ৯৮১টি স্থানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করা হয়। সমাবেশগুলোতে প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয় প্রধানমন্ত্রীর বক্তৃতা। রাজশাহী বিভাগের ১৫ লাখ মানুষ ১২ নভেম্বরের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন বলেন জানানো হয়েছিল। যার মধ্যে প্রধানমন্ত্রী ৫টি সমাবেশে জড়ো হওয়া জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।
ধারাবাহিক ভাবে প্রধানমন্ত্রী প্রতিটি বিভাগের সঙ্গে একই ভাবে ভিডিও কনফারেন্সে অংশ নিবেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমইউএম/এসএইচ