ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারের মধ্যে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারের মধ্যে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়া গ্রামে দৈনিক জাগরণ এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে।

দৈনিক জাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ডা. কাণিজ আকলিমা সুলতানা প্রধান অতিথি হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দৈনিক জাগরণের ব্যবস্থাপনা সম্পাদক এফএম শাহিন, ডা. মকবুল হোসেন, উইম্যান চ্যাপটারের সম্পাদক সুপ্রিতী ধর, নির্বাহী সম্পাদক শারমিন শামস, দৈনিক জাগরণের গাইবান্ধা প্রতিনিধি নুর আলম আকন্দ রিপন, রবিউল ইসলাম রুপম, তাপস কুমার পাল, তানভির আহম্মেদ, ফয়জুর রশীদ শুভ্র, দীপ্ত, সুজন কুমার প্রমুখ।

ক্ষতিগ্রস্ত ৩শ’ সাঁওতাল পরিবারের প্রত্যেককে এক হাজার করে টাকা, কম্বল, টি-শার্ট, জামা, লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।