লালমনিরহাট: লালমনিরহাটে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বড় ভাইয়ের নবম শ্রেণির পরীক্ষা দেওয়ার দায়ে ছোটভাই ওয়াহেদুল ইসলামকে (২০) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন ভূঁইয়া এ আদেশ দেন।
এর আগে সকালে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় ওয়াহেদুলকে আটক করা হয়।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওয়াহেদুল রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পূর্বপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে বড়ভাই গোলাম রব্বানীর পরিবর্তে পরীক্ষা দিতে এসে ভুয়া পরীক্ষার্থী হিসেবে ওয়াহেদুলকে দায়িত্বরত কর্মকর্তারা আটক করেন।
দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে বিকেলে ওয়াহেদুলকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজি/এমএ