ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কওমী মাদরাসা বোর্ড মহাসচিবের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
কওমী মাদরাসা বোর্ড মহাসচিবের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বফাক) মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ঢাকা: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের (বফাক) মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
মাওলানা জাহানাবাদী শুক্রবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাদরাসা শিক্ষা ক্ষেত্রে মাওলানা আবদুল জাব্বার জাহানাবাদী একজন অগ্রপথিক ছিলেন।

মন্ত্রী মরহুমর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমের সহকর্মীদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।