ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে শিশুদের মেডিকেল ক্যাম্প

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
নীলফামারীতে শিশুদের মেডিকেল ক্যাম্প

নীলফামারীর রামনগরে শিশুদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর রামনগরে শিশুদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের আর্থিক সহায়তায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় দেড় হাজার শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব পেট্রিয়াট্রিক নিউরোজিজ অটিজম (ইপনা) প্রকল্পের প্রকল্প পরিচালক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের অধ্যাপক ডা. শাহিন আখতারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. বিকাশ চন্দ্র পাল, শুভজিত সাহা, তনিমা জহির, ধীমান কুমার রায়, নাহিদ আকতার এ চিকিৎসা সেবা দেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।