ঢাকা: দখল-দূষণ থেকে নদী রক্ষায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেছেন, সরকার এককভাবে নদী রক্ষা করতে পারবে না, নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬’র দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
নদীর তীরে মানব সভ্যতা রচিত হয়েছিল জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, দখল- দূষণের ফলে নদীগুলো হারিয়ে যাচ্ছে। নদী হারিয়ে যাওয়ার দায়-দায়িত্ব আপনাকেই নিতে হবে।
তিনি বলেন, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বাতাস আমাদের বাঁচিয়ে রেখেছে। নদী দূষণ করলে বিশুদ্ধ পানি ও বাতাস পাবো না। প্রতিদিনই নদীর সঙ্গে যুক্ত হতে হবে যেন দখল করতে না পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়গুলো তরুণ প্রজন্মের শক্তির জায়গা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নদী-সচেতন হলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন হলে নদীগুলো আগের অবস্থায় ফিরে আসবে।
আরেফিন সিদ্দিক বলেন, নদীর কোনো সীমারেখা নেই। তিস্তা চুক্তির সমস্যা আলোচনার মধ্যে দিয়েই সমাধান করতে হবে।
রিভারাইন পিপল ও সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে নদী বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
অন্যান্যের মধ্যে রিভারাইন পিপল’র মহাসচিব শেখ রোকন, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমআইএইচ/এসএইচ