ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে শনিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (এসি-মিডিয়া) এএসএম হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ৬৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫৮ গ্রাম হেরোইন, ২২০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল ও ৬৪ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
পিএম/আরআইএস/আইএ