ঢাকা: ২০১৭ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বুড়িগঙ্গা রক্ষায় অন গ্রাউন্ডের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬’র প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
পাইলট প্রকল্পটির কাজ দেড় বছরে শেষ হবে বলে জানান মেয়র।
তরুণ প্রজন্মসহ সবার আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান দক্ষিণের মেয়র খোকন।
জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ, বেলা'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হক প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমাআইএইচ/এসএইচ
**নদী রক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান