ঢাকা: রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মিরপুরের যানজট নিরসন ও অবৈধ পার্কিং ঠেকাতে অভিযানে নেমেছে পুলিশের একটি দল।
অভিযান চলাকালে বেশকয়েকটি প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে মামলাসহ ডাম্পিং করার নির্দেশনা দেওয়া হয়।
শনিবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর-২ নম্বরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার (এসি) আবু তৈয়ব মো. আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন ট্রাফিক পশ্চিমের ট্রাফিক পরিদর্শক (টিআই) সাজেদুল।
এসি আরিফ হোসেন বাংলানিউজকে জানান, যানজট নিরসন ও অবৈধ পার্কিং ঠেকাতে এ অভিযান চালানো হচ্ছে। অভিযানে সাতটি অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া পাঁচটি গাড়ি ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়েছে।
অভিযানকালে সড়কের পাশে অবৈধ ২০টি দোকান উচ্ছেদ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জিএমএম/আরএইচএস/এসএইচ