ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ২ মাসে ভ্রাম্যমাণ আদালতের ৫৭২ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
কুমিল্লায় ২ মাসে ভ্রাম্যমাণ আদালতের ৫৭২ অভিযান

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গত দুই মাসে ৫৭২টি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা: কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় গত দুই মাসে ৫৭২টি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এসব অভিযানে ১ হাজার ৬৭টি মামলা করা হয়েছে।

গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব অভিযান পরিচালনা করেছেন।  

সম্প্রতি কুমিল্লা জেলা আইন-শৃঙ্খলা কমিটির প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়।

গত সেপ্টেম্বর মাসে জেলায় ৩১১টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৬৩৪টি মামলা, ৬৩০ জনকে অর্থদণ্ড ও ৮৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়াও অভিযানে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ লাখ ৫১ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

অক্টোবর মাসে ২৬১টি অভিযান চালানো হয়। অভিযানে ৪৩৩টি মামলা, ৪৭৮ জনকে অর্থদণ্ড ও ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়াও অভিযানে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১০ ল‍াখ ৫৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ, মাদক, বাল্যবিয়ে, দ্রব্যমূল্য, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনে এসব অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।