বরিশাল: বরিশালে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) নগরীর কবি জীবনানন্দ দাশ মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন বলেন, একজন গাড়ি চালককে যাত্রী ও তার নিজের জীবনের কথা বিবেচনা করে গাড়ি চালাতে হবে। চালককে অবশ্যই যান্ত্রিক ও মানবিক দু’টি বিষয় মাথায় রেখে গাড়ি চালাতে হবে।
আরও বক্তব্য রাখেন- বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক শাহ আলম। এতে সভাপতিত্ব করেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাল।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনটি/এসএইচ