ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে স্কুলছাত্রী হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
নাটোরে স্কুলছাত্রী হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

নাটোরে বনবেলঘড়িযা শহীদ রেজাউন্নবী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সম্পা খাতুনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

নাটোর: নাটোরে বনবেলঘড়িযা শহীদ রেজাউন্নবী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সম্পা খাতুনের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘরিয়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী, বনবেলঘড়িয়া শহীদ রেজাউন নবী উচ্চ বিদ্যালয় ও বনবেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সম্পা খাতুনের মা নাসিমা বেগম, ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, স্কুলের প্রধান শিক্ষক আব্বাসী রোজিনা ফেরদৌস প্রমুখ।

চলতি বছরের ২৯ মে সন্ধ্যায় বাড়ির পাশ থেকে সম্পা নিখোঁজ হন। ২ নভেম্বর বনবেলঘড়িয়া এলাকার একটি আখ ক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ যা সম্পার বলে দাবি করে তার পরিবার। এ ঘটনায় বর্তমানে পাঁচজন কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।