ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
মাধবপুরের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ উপলক্ষে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে কৃষি কর্মকর্তা আতিকুল হক ও মুক্তিযোদ্ধা সুকোমল রায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।