ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৬ মাদকসেবীর জেল-জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
সৈয়দপুরে ৬ মাদকসেবীর জেল-জরিমানা

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে ছয় যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাদক সেবনের দায়ে ছয় যুবককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুবুল আলম এ আদেশ দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, পার্বতীপুর পুরাতন বাজারের গোলজারের ছেলে লিপু (২৫) ও শহরের সাহেবপাড়ার ইয়াকুব আলীর ছেলে আরমানকে (২৫) ১০ দিন করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া নিয়ামতপুরের নাসিরের ছেলে কাদের (৪০), হাওয়ালদারপাড়ার ছোবহানের ছেলে নূর মোহাম্মদ (৬২) সাহেবপাড়ার আজহারের ছেলে মনি (৩৮) ও হাতিখানার মিন্টুর ছেলে মীর কাশেমকে (৩০) ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।