ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত ছবি: অনিক খান - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর জেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে এ সার্কেল অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর জেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে এ সার্কেল অনুষ্ঠিত হয়।

নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সচিব সমন্বয় ও সংস্কার, এন এম জিয়াউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদসহ বিশিষ্টজনরা।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে ময়মনসিংহ জেলা প্রশাসক খলিলুর রহমান ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ইনোভেশন নিয়ে মতামত তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএএএম/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।