ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
গোপালগঞ্জে ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ লড়াইয়ে ৩০টি ষাড় অংশ নেয়।

নিজ নিজ মালিকের সম্মান রাখতে শিংয়ের সঙ্গে শিং লাগিয়ে লড়াই করেছে ষাঁড়গুলো। যেন কেউ কারো চেয়ে কম যায় না।

এ লড়াইয়ে গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইলসহ পার্শ্ববর্তী জেলার ষাঁড় অংশ নেয়।

ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই দেখতে ভিড় করে নারী-পুরুষ ও শিশুসহ হাজার হাজার দর্শক। সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের।

গোপালগঞ্জ ছাড়াও মাদারীপুর, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন জেলার মানুষ এ লড়াই উপভোগ করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিটু।

প্রতিযোগিতায় গোপালগঞ্জের মাসুদ শেখের ষাঁড় প্রথম, আব্দুল রাজ্জাক ফকিরের ষাঁড় দ্বিতীয় ও বাগেরহাটের কামরুল শেখ ও ইকবাল শেখের ষাঁড় যৌথভাবে তৃতীয় হয়।

পরে বিজয়ী গোপালগঞ্জের মাসুদ শেখকে ২০ হাজার টাকা, আব্দুল রাজ্জাক ফকিরকে ১৫ হাজার এবং কামরুল শেখ ও ইকবাল শেখকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।