ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওয়েস্টিনে ২১ নভেম্বর থেকে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ওয়েস্টিনে ২১ নভেম্বর থেকে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল

ভারতের বিভিন্ন প্রদেশের মুখরোচক খাবার নিয়ে রাজধানীর ওয়েস্টিন হোটেলে শুরু হচ্ছে ‘সোয়াডিশ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল’।

ঢাকা: ভারতের বিভিন্ন প্রদেশের মুখরোচক খাবার নিয়ে রাজধানীর ওয়েস্টিন হোটেলে শুরু হচ্ছে ‘সোয়াডিশ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল’।

২১ নভেম্বর শুরু হয়ে ফুড ফেস্টিভ্যাল চলবে ২৭ নভেম্বর পযন্ত।

যে কেউ ওয়েস্টিনে গিয়ে উপভোগ করতে পারবেন ইন্ডিয়ান ফুডের সাথে ডিনার।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ওয়েস্টিন কর্তৃপক্ষ। এ সময় শেরাটন হায়দারাবাদ থেকে ‍আসা গেস্ট শেফ সতিশ কুমার উপস্থিত ছিলেন।

সতিশ কুমার বাংলানিউজকে জানান, তারা ২০/২৫টি বিশেষ ভারতীয় খাবার এখানকার মেন্যুতে রাখবেন। এছাড়া ভারতের পাঞ্জাব, রাজস্থান, দিল্লিসহ বেশকিছু প্রদেশের সুস্বাদু খাবারও থাকবে।

ওয়েস্টিনের এই আয়োজনে সহযোগিতা করছে জেট এয়ারওয়েজ।

সংবাদ সম্মেলনে জেট এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার রাজকুমার ভট্টাচার্য জানান, ইন ফ্লাইট খাবার পরিবেশনে তাদের খ্যাতি রয়েছে। ১৮ ধরনের খাবার তারা দেন ফ্লাইটে।

এসময় আরও উপস্থিত ছিলেন,স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব রিটেইল মার্কেটিং আদিত্য মান্দলি, ইন্ডিয়ান হাইকমিশন বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তা, দ্য ওয়েস্টিন ঢাকার জিএম দিলীপ মদক প্রমুখ।

ওয়েস্টিন কর্তৃপক্ষ জানান, ২১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অতিথিরা ইন্ডিয়ান ফুড দিয়ে বুফে ডিনার উপভোগ করতে পারবেন। এ সময় ১০০টিরও বেশি ভারতীয় খাবারের আইটেম পাওয়া যাবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ফেস্টিভ্যালে উপভোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।