ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত গুলিবিদ্ধ

বগুড়ার কাহালু উপজেলার কর্নিবাজার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের আটক করা হয়েছে।

ঢাকা: বগুড়ার কাহালু উপজেলার কর্নিবাজার এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের আটক করা হয়েছে।

 

গুলিবিদ্ধ দুই ডাকাত হলেন- আব্দুল আলীম (২৬) ও ফুলবর (৩৮)। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।  

শনিবার (১৯ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

রোববার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (এএসপি বি-সার্কেল) বাংলানিউজকে জানান, এ সময় পুলিশ তাদের কাছ থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করে।

তিনি আরো জানান, শনিবার রাতে উপজেলার কর্নিপাড়া বাজার এলাকায় সড়কে পুলিশ টহল দিচ্ছিলো। এক পর্যায়ে সড়কের পাশে একদল ডাকাত সদস্য দেখে তাদের আটকের চেষ্ট করলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় তারা। তখন পুলিশের গুলিতে দুই ডাকাত সদস্য আহত হলে তাদের আটক করা হয়।

আহত ডাকাত সদস্যদের পায়ে গুলিবিদ্ধ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬/আপডেট: ০৯৩০ ঘণ্টা
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।