গাইবান্ধা: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলায় ১২ জনকে গ্রেফতার করা হলো।
রোববার (২০ নভেম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নাসিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে জনি মিয়া (২৮) ও নাজিম উদ্দিনের ছেলে রানা মিয়া (৩২)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, দুপুরের মধ্যে ওই দু’জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
প্রসঙ্গত, ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারীরা পুলিশ নিয়ে আখ কাটতে যায়। পরে তাদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিন সাঁওতাল নিহত হয়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ৩০ জন। আহতদের মধ্যে সাঁওতালদের ছোড়া তীরবিদ্ধ নয় পুলিশ রয়েছে।
ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে মুয়ালীপাড়ার সমেস মুরমুরের ছেলে স্বপন মুরমু বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়শ’ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হলো।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআই