ঢাকা: রাজধানীর কদমতলীর শনির আখড়ায় নির্মাণাধীন বাড়ির কাজ তদারকির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়জুল্লাহ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২০ নভেম্বর) বিকেলে শনির আখড়ার ৮১১ নম্বর বাড়ির নির্মাণাধীন তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
তার ছেলে সোহেল বাংলানিউজকে জানান, তাদের দোতলা বাড়িতে নতুন করে তৃতীয় তলার নির্মাণ কাজ চলছিলো। সেখানে তদারকি করছিলেন ফয়জুল্লাহ। এসময় একটি রড পাশের ইলেকট্রিক লাইনের সঙ্গে গিয়ে ধাক্কা যায়, ওই রডে স্পর্শ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন ফয়জুল্লাহ।
তৎক্ষণাৎ বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন সোহেল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে ফয়জুল্লাহকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এখন তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এজেডএস/এইচএ/