ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বারকি শ্রমিক সংঘের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
সুনামগঞ্জে বারকি শ্রমিক সংঘের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবৈধ ড্রেজার ও বোমা মেশিন বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

সুনামগঞ্জ: অবৈধ ড্রেজার ও বোমা মেশিন বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের রিভার ভিউ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিজিবি ক্যাম্পের পাশে গিয়ে শেষ হয়।

মিছিলে শ্রমিকরা দাবি করেন, তারা নিরীহ শ্রমিক, নিজ হাতে বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রভাবশালী মহল সেখানে বোমা মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছেন। এতে তারা বালু উত্তোলন করতে পারছেন না। এরপর জীবিকার তাগিদে সামান্য বালু উত্তোলন করতে পারলেও দেড় মাস আগে বিজিবি ডলুরা ক্যাম্প থেকে জানানো হয় যে, ক্যাম্পের পাশের নদী থেকে বালু উত্তোলন করা যাবে না। কিন্তু বোমা মেশিন ও ড্রেজার মেশিন দিয়ে সেখানে বালু উত্তোলন করা হচ্ছে।

আমাদের জীবন বাঁচানোর জন্য সরকারের কাছে একমাত্র দাবি আমরা যেন আবার ওই নদী থেকে বালু উত্তেলন করতে পারি।
 
বিক্ষোভ মিছিল শেষে বিজিবি’র অধিনায়ক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়, কিন্তু তিনি ক্যাম্পে না থাকায় পরে জেলা প্রশাসক বরাবর ওই স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।