ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ছাতকে দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে রোগী ভর্তি করেতে এসে পৌর কাউন্সলর নওশাদ মিয়া ও রহিম উদ্দিনের মধ্যে কথাকাটাকটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের বিভিন্ন আসবাপত্র ভাঙচুর করা হয়। এ‍র প্রতিবাদে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মচারীসহ সবাই কর্মবিরতি পালন করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক মামুন সুজা বাংলানিউজকে জানান, হাসাপাতালে রোগী ভর্তি করতে এসে কথাকাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়েছে। বর্তমানে ওই স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর, নভেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।