ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের খাবার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে ‘তারুণ্য’ নামে স্বেচ্ছাসেবামূলক একটি সংগঠন। বিশ্ব শিশু দিবস উপলক্ষে রোববার (২০ নভেম্বর) দুপুরে নগরীর বিপিন পার্কে এ খাবার বিতরণের আয়োজন করে সংগঠনটি।

ময়মনসিংহ: ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে ‘তারুণ্য’ নামে স্বেচ্ছাসেবামূলক একটি সংগঠন।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে রোববার (২০ নভেম্বর) দুপুরে নগরীর বিপিন পার্কে এ খাবার বিতরণের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে খাবার তুলে দেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় উপস্থিত ছিলেন ‘তারুণ্য’র সদস্য আল মাকসুদুল হাসান, সৈয়দ মোস্তাফিজুর রহমান, বিপুল সুপ্ত, হিমেল, প্রিয়ম, নিশু, মাজহার রক্সি, উবায়দুল প্রমুখ।

পরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি, নাচ, গান ও খেলাধুলার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএএএম/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।