ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটিতে পুলিশ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের ওপর যুগ্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে পুলিশ ও ইউএনডিপির যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের ওপর যুগ্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে নিউ পুলিশ লাইনের সুখী নীলগঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রেজা, রাঙামাটি জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুব-উন-নবী, ইউএনডিপির রাঙামাটি ক্লাস্টার অফিসার ঝুমা দেওয়ান, রাঙামাটি জেলা পুলিশের সদস্য ও বিভিন্ন থানার কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।