ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): মুকাভিনয়ের মাধ্যমে মায়ানমারের আরাকানে ‘রোহিঙ্গা’দের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) মাইম অ্যাকশন।
রোববার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. ফাদার তপন কামিলুস ডি রোজারিও বলেন, মায়ানমারে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। বিশ্বকে সবার জন্য বাসযোগ্য করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার করতে হবে।
মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমানের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসকেবি/এমএ