ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে তেলবাহী লরিচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ঝালকাঠিতে তেলবাহী লরিচাপায় শিশুর মৃত্যু

ঝালকাঠিতে তেলবাহী লরির চাপায় রাদিয়া নামে (৫) একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে ঝালকাঠি ডিসি অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি: ঝালকাঠিতে তেলবাহী লরির চাপায় রাদিয়া নামে (৫) একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে ঝালকাঠি ডিসি অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাদিয়া ঝালকাঠি পৌর শহরের কৃষ্ণকাঠীর বৌ বাজার এলাকার বাসিন্দা ও বালু ব্যবসায়ী নাসির হাওলাদারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহ জালাল স্থানীয়দের বরাত দিয়ে জানান, শিশুটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে মায়ের সঙ্গে বাসায় ফিরছিলো। এসময় তেলবাহী একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে শিশুটি অটোরিকশা থেকে পড়ে যায় এবং লরি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।


তবে শিশু সন্তান হওয়ায় বাবা-মা রাদিয়ার ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায় অনুমতি সাপেক্ষে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।   এ ঘটনার পর লরিটি আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।