নোয়াখালী: নোয়াখালীর মাইজদী গুডহিল হাসপাতালে রুমা আক্তার (৩০) নামে এক নারী ও তার তিন বছর বয়সী ছেলে আপনকে শ্বাসরোধে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন নোয়াখালীর জেলা ও দায়রা জজ আদালত।
রোববার (২০ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারিক আহম্মদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন, সদর উপজেলার মুক্তারপুর গ্রামের আবুল কালামের ছেলে মোরশেদ আলম (৩২) ও একই এলাকার শুক্কুর মিয়ার ছেলে রুবেল (২০)।
মামলা সূত্র জানা যায়, ২০০৯ সালের ২৪ আগস্ট বিকেলে গুডহিল হাসপাতালে মোরশেদ আলম তার স্ত্রী রুমা আক্তার ও ছেলে আপনকে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরদিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্ত্রী ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করে মোরশেদ আলম ও তার সহযোগী রুবেল কেবিনের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ কেবিনের তালা ভেঙে ভেতরে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবদুল হাই বাদী হয়ে সুধারাম মডেল থানায় ওইদিনই হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রোববার বিকেলে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুইজনের মৃত্যুদণ্ডের রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ টি এম মহিব উল্যা ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বেলায়েত হোসেন জসিম।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬/আপডেট: ২০২৭ ঘণ্টা
এসআই/এসআর