ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তৌহিদুল আরিফ রাজশাহী পিবিআই’র অতিরিক্ত এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
তৌহিদুল আরিফ রাজশাহী পিবিআই’র অতিরিক্ত এসপি মো. তৌহিদুল আরিফ

রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. তৌহিদুল আরিফ।

রাজশাহী: রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. তৌহিদুল আরিফ।

 

রোববার (২০ নভেম্বর) সকালে তিনি এ পদে যোগদান করেন।

তৌহিদুল আরিফ বগুড়া সদর এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের দ্বিতীয় ছেলে।

তিনি কক্সবাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনেও একই পদে নিযুক্ত ছিলেন। ২৫তম বিসিএস-এ কর্মকর্তা হিসেবে পুলিশে যোগদান করেন তিনি।

এর আগে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের স্টাফ অফিসার, রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এবং রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি ট্রাফিক) হিসেবেও দায়িত্ব পালন করেন।

কক্সবাজারে কর্মরত থাকাকালে রামুর বৌদ্ধ বিহারে হামলায় দেশজুড়ে আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদুল আরিফ। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আইভরিকোস্টেও দায়িত্ব পালন করেন পুলিশের এ নবনিযুক্ত কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।