ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ১০ টাকা দরে চালের অনিয়মে ৬৯৯৪৮ কার্ড বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
রংপুরে ১০ টাকা দরে চালের অনিয়মে ৬৯৯৪৮ কার্ড বাতিল

রংপুর বিভাগে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৬৯ হাজার ৯শ ৪৮ জনের কার্ড বাতিল ও কিছু ডিলারকে এক লাখ ২২ হাজার ৬শ টাকা জরিমানা করেছে খাদ্য বিভাগ।

রংপুর: রংপুর বিভাগে ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৬৯ হাজার ৯শ ৪৮ জনের কার্ড বাতিল ও কিছু ডিলারকে এক লাখ ২২ হাজার ৬শ টাকা জরিমানা করেছে খাদ্য বিভাগ।

 

রোববার (২০ নভেম্বর) রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েক দিনে বিভাগের আট জেলায় ১০ টাকা কেজিতে চাল দেওয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৩ জনের ডিলারশিপ বাতিল, ছয়জনের বিরুদ্ধে মামলা ও বিভিন্ন অনিয়মের কারনে ৬৯ হাজার ৯শ ৪৮ জনের কার্ড বাতিল করা হয়। চাল বিতরণ অনিয়মের কারণে কিছু ডিলারকে এক লাখ ২২ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, রংপুর বিভাগে প্রতিটি জেলায় এসব ডিলারের প্রতি নজর রাখতে বলা হয়েছে। যেনো কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি করতে না পারে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।