ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সাঁওতালপল্লীতে হামলা জঘন্য ঘটনা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
‘সাঁওতালপল্লীতে হামলা জঘন্য ঘটনা’ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নাসিরনগরের চেয়েও জঘন্যতম ঘটনা সাহেবগঞ্জের সাঁওতালপল্লীতে হামলা।

গাইবান্ধা: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নাসিরনগরের চেয়েও জঘন্যতম ঘটনা সাহেবগঞ্জের সাঁওতালপল্লীতে হামলা।

রোববার (২০ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুরপাড়া পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞ মানুষ।   তিনি সবই বোঝেন। তাকে এ জঘন্যতম ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। নতুবা আওয়ামী লীগকে পরবর্তীতে পস্তাতে হবে।

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও দলের নেতাকর্মীরা।

এরআগে, গোবিন্দগঞ্জ আসনের আওয়ামী লীগের স্থানীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজখবর নেন ও তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।